আন্তর্জাতিক বিজ্ঞান দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে আল বিরুনী বিজ্ঞান ক্লাব এর উদ্যোগে বিজ্ঞান র্যালী অনুষ্ঠিত। র্যালীতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এম এ হাসিব গোলদার। এবারের বিশ্ব বিজ্ঞান দিবস শ্লোগান ছিল “বিজ্ঞানের সঠিক চর্চায়ন, উদ্ভাবনের উন্নয়ন”।
র্যালীটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক সোলাইমান দেওয়ান সাকিব। র্যালীটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে কার্জন হলে যেয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কে এম দ্বীন ইসলাম, মোঃ আবু বক্কর খান উজ্জ্বল, রিয়াজুল ইসলাম, মোহাম্মদ ইফতি আলম, মোহাম্মদ আল-আমিন, মোঃ হাসিবুর রহমান, মোঃ আবু বক্কর প্রমুখ।
র্যালীর শুরুতে সভাপতি হাসিব গোলদার তার বক্তব্যে বলেন, দেশে বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাচ্ছে। শুধু তাই নয় শহরের তুলনায় গ্রামে এই হার অনেক বেশি। বিজ্ঞান অনাগ্রহতার অনেক কারণের মধ্যে সামাজিক, অর্থনৈতিক কারণও আছে। এ সমস্যা উত্তরণে সামাজিকভাবে বিজ্ঞানকে আনন্দময় করে ছাত্রদের মাঝে উপস্থাপন করতে হবে ও সরকারিভাবে বিভিন্ন বিজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রদের মাঝে বিজ্ঞানের আগ্রহ সৃষ্টি করতে হবে।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে প্রতি বছর ১০ নভেম্বর ইউনেস্কো ঘোষিত বিশ্ব বিজ্ঞান দিবস হিসেবে পালন করে আসছে সারা বিশ্বের বিভিন্ন সংগঠন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এনএম