অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের আসর বিগ ব্যাশের ড্রাফটে নাম আছে তিনজন বাংলাদেশির। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় এ আসরে এর আগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কেবল সাকিব আল হাসান। এবার ২৯টি দেশের ৩৭৬ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে আছেন তাইজুল ইসলাম ও ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা রিপন মণ্ডল। যদিও এদের মধ্যে দুজনই টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত মুখ নন।
মেয়েদের বিগ ব্যাশের ড্রাফটে থাকা খেলোয়াড়দের নামও প্রকাশ করা হয়েছে। ১২২ জনের তালিকায় বাংলাদেশ থেকে আছেন শুধু পেসার জাহানারা আলম। জাতীয় নারী দলের সাবেক এই অধিনায়ক এর আগেও বেশ কয়েকবার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। বাংলাদেশের জার্সিতেও নিয়মিত মুখ তিনি। জাহানারার দল পাওয়ার সম্ভাবনাও তাই উজ্জ্বলই বলা চলে।
আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে আছেন ইংল্যান্ডের ১৪৪ ক্রিকেটার, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৪৬ এবং পাকিস্তানের ৩০ জন; আছে রোমানিয়া ও গ্রিসের মতো দেশের খেলোয়াড়ও।
বিগ ব্যাশের আগামী আসর শুরু হবে ৭ ডিসেম্বর থেকে। ১৩ তম আসর চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত।
খুলনা গেজেট/এনএম