খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

বিএন‌পির বিবৃ‌তির প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে খুলনা আ’লীগ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, ভিত্তিহীন, উদ্ভট এবং মন গড়া বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার ও আওয়ামী লীগকে দোষারোপ করছে। একটি স্বচ্ছ, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে তাদের প্রার্থীর ভরাডুবি বিএনপি’র দলীয় সাংগঠনিক ব্যর্থতা। সেই ব্যর্থতাকে ঢাকতে তারা আওয়ামী লীগের উপর দোষারোপ করছে। নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলটি সব সময়ই গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করতে নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারকে মোকাবেলা করে এসেছে। আজ সেই অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আওয়ামী লীগকে নৌাকা প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতা ও বুদ্ধিমত্তার সাথে দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে একই সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই গণতান্ত্রিক ধারাবাহিকতায়ই দেশের উন্নয়ন হয়ে আসছে। যা বিএনপি কখনও চিন্তায় আনতে পারে নি। এই উন্নয়ন ও আওয়ামী লীগের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি’র নেতৃবৃন্দ আবোল তাবোল বকে যথেচ্ছা মিথ্যাচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১০নং আসনে উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ভোটাররা স্বপ্রণোদিত ভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করেছে। এখানে কাউকে কোন বাধা প্রদান করা হয়নি। এমনকি ভোট চলাকালে কোন ধরনের ঝামেলা বা হট্টোগোল হয়নি। এছাড়া ভোট ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে বিএনপি’র নেতাদের দলীয় প্রার্থীর পক্ষে ভোট ক্যাম্পেইনে দেখা যায়নি। তারা ভোটের দিনও নির্বাচনী এলাকায় আসে নি। শুধু শুধু মিথ্যাচার করে পত্রিকা সর্বস্ব বিবৃতি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। নেতৃবৃন্দ বলেন, সিটি মেয়র নির্বাচনী এলাকায় কোন ভোট কেন্দ্রে যান নি। তিনি নগরীতে উন্নয়ন কাজ পরিদর্শনে বিভিন্ন এলাকায় গিয়েছেন। সে সময়ে যাওয়ার পথে কোন ভোট কেন্দ্র পথে থাকতে পারে। তবে তিনি কোন ভোট কেন্দ্রে নেমে বা দাঁড়িয়ে অবস্থান করা বা দলীয় নেতাকর্মীর সাথে কথা পর্যন্ত বলেন নি। অহেতুক সিটি মেয়রকে নিয়ে বিএনপি’র নেতারা উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি দিয়েছেন। বিএনপি’র সাংগঠনিক কাঠামো ভেঙ্গে যাওয়ায় তাদের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করার মত কেউ ছিলো না। শুধু শুধুই একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি’র নেতৃবৃন্দ অহেতুক মিথ্যাচার করছে। এ যেন মাছ না পেয়ে ছিপে কামড় দেয়ার মত অবস্থা।

নেতৃবৃন্দ এ ধরনের মিথ্যাচার, ষড়যন্ত্র করে দেশের এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন না করার জন্য বিএনপি’র নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!