খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

‘বিএনপি শহীদ আব্দুল্লাহ’র পরিবারের সাথে আছে থাকবে’

বেনাপোল প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত সরকারি শহীদ সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র শহীদ আব্দুল্লাহ’র বাড়িতে গিয়ে কবর জিয়ারত ও পরিবারকে শান্ত্বনা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (২৫ নভেম্বর) বিকালে শহীদ আব্দুল্লার বাড়ি যশোরের বেনাপোল পোর্ট থানার পৌরসভার বড়আঁচড়া গ্রামে গিয়ে কবর জিয়ারত তিনি।

এ সময় তার সাথে ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক হাসান জহির, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ:সভাপতি নূরুজ্জামান লিটন, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, পৌর সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, শহীদ আব্দুল্লাহ পিতা আব্দুল জব্বার সহ বিএনপির শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির সহযোগী সংগঠনের কয়েক শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি শহীদ আব্দুল্লাহ’র পরিবারের সাথে আছে থাকবে। এ সময় সরকারে আব্দুল্লাহর পরিবারের পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। আগামীতে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের মাধ্যমে সরকারী প্রতিষ্টানের নাম শহীদ আব্দুল্লাহ নামে নাম করন করা হবে এবং সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

জানা যায়, আবুল্লা সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন আবদুল্লাহ। গত ৫ আগস্ট রাজধানীর তাঁতিবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। তার কপালের ঠিক মাঝ বরাবর গুলি লাগে। দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকার পর প্রথমে তাকে মিটফোর্ড এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করে তার মাথা থেকে বের করা হয় গুলি। এরপর তাকে বেনাপোলে নিয়ে যান স্বজনরা। বাড়িতে তার অবস্থার অবনতি হলে তাকে ১১ আগস্ট রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ডাক্তাররা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ২২ আগস্ট তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ তিনমাস চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ নভেম্বর সে মৃত্যু বরন করে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!