খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

বিএনপি’র ৩ দিনের কর্মসূচি সফলের লক্ষ্যে খুলনায় যৌথ প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্র ঘোষিত ৩ দিনের কর্মসূচি সফল করার জন্য সোমবার সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ প্রস্তুতি সভা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী বিএনপির সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ করে বেো সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচী পালন করবে।

৭ জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করবে। এছাড়া জেলার উপজেলা সদরে একই দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করবে। ১০ জানুয়ারি রবিবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করবে। সভা থেকে কর্মসূচি সফল করার জন্য সকলকে আসার জন্য আহবান জানানো হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, রেহেনা ঈসা, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শাহ জালাল বাবলু, অধ্যক্ষ তরিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, গাজী তফসির আহমেদ, এস এ রহমান বাবুল, আবু হোসেন বাবু, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, কামরুজ্জামান টুকু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, জালু মিয়া, ইকবাল হোসেন খোকন, নিজামুর রহমান লালু, মুজিবর রহমান ফয়েজ, শাহিনুল ইসলাম পাখি, ওয়াহিদুজ্জামান রানা, শেখ সাদী, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, একরামুল কবির মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, নাজমুস সাকিব পিন্টু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, আবুল বাসার, খায়রুল ইসলাম জনি, খন্দকার ফারুক হোসেন, গোলাম কিবরিয়া আশা, ওয়াজউদ্দিন সান্টু, আবু সাঈদ শেখ, ম শ আলম, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, হাফিজুর রহমান মনি, বদরুল আনাম খান, জহর মীর, কাজী আব্দুল লতিফ, হাসান উল্লাহ বুলবুল, এনামুল হাসান ডায়মন্ড, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, আকরাম হোসেন খোকন, সরদার রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, শামসুল বারী পান্না, ইমতিয়াজ আলম বাবু, আব্দুল জব্বার, জাহিদ কামাল টিটু, ওহেদুর রহমান দীপু, বাচ্চু মীর, তৌহিদুল ইসলাম খোকন, মোস্তফা কামাল, আসলাম হোসেন, কাজী মাহমুদ আলি, নাসির খান, আব্দুল আলিম, বাবু মোড়ল, নিরু কাজী, আব্দুর রহমান, মোজ্জাফার হোসেন, এনামুল হক সজল, সাইমুন ইসলাম রাজ্জাক, সিরাজুল ইসলাম লিটন, মোহাম্মদ আলি, সিদ্দিকুর রহমান, ডা. ফারুক হোসেন, জাকারিয়া লিটন, শাকিল আহমেদ, কাজী নজরুল ইসলাম, মোল্যা কবির হোসেন, আবু সাঈদ, জাবির আলি, আনজিরা খাতুন, রোকেয়া ফারুক, কওসারী জাহান মঞ্জু, মুন্নি জামান, রেহানা পারভীন, খান মঈনুল হাসান মিঠু, হেদায়েত হোসেন হেদু, লিটু পাটোয়ারী, রাজু মোল্যা, মো. শামীম, মনিরুল ইসলাম, ওহেদুজ্জামান, মাসুম বিল্লাহ, হেলাল উদ্দিন প্রমুখ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!