খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন অভিনেতা প্রবীর মিত্র
  সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

গেজেট ডেস্ক

দেশে শীতের তীব্রতা বাড়ছে। সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে “শীতার্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসুন”। আজকের যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকটের একমাত্র সমাধান হতে পারে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে। এটা ইতিহাসে প্রমাণিত। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবারও সেই চক্রান্ত্রের খেলা শুরু হয়েছে। যেটা অতীতেও হয়েছে বহুবার। তবে কোনোভাবে দেশের মানুষ চক্রান্ত সফল হতে দেয়া হবে না।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নগরীর খালিশপুর থানার ১২নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে হাউজিং বাজার এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, আর বিলম্ব না করে, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্তি করতে হবে। মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে প্রচন্ড শীতের মধ্যে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার আহবান জানান।

১২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এইচ এম আবু সালেক এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, এডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, নিজাম-উর রহমান লালু, আশরাফ হোসেন, শাহনাজ পারভীন, মিজানুর রহমান খোকন, নূরে আব্দুল্লাহ, মঈন উদ্দীন বাবু, মো. বাবু, নয়ন, রাসেল, মেহেদীসহ থানা ও ওয়ার্ড বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!