খুলনা, বাংলাদেশ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৭ মে, ২০২৪

Breaking News

  কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৫, আহত ১৫

বিআরটি প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ

গেজেট ডেস্ক

উত্তরায় সোমবার বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের ভায়াডাক্টের অংশবিশেষ বা বক্স গার্ডার একটি গাড়ির ওপর পড়ে দুই শিশুসহ পাঁচজন নিহত হন। কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা না করে এমনকি কাজের সময় সংশ্লিষ্ট এলাকায় কোনো যানবাহন বন্ধ করা হয়নি।

এমন অবস্থায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে। তার পরিপ্রেক্ষিতে মেয়র আতিকুল মঙ্গলবার এমন নির্দেশ দিয়েছেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এ প্রকল্পের কাজে ন্যূনতম নিরাপত্তাব্যবস্থা নেই। ফলে কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ বাড়ছে। এভাবে উন্নয়নকাজ চলতে দেয়া যাবে না। আগে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকায় বিআরটিসহ অনেক প্রকল্পের কাজ চলমান। সব প্রকল্পের পরিচালকদের আগামী বৃহস্পতিবার নগর ভবনে ডাকা হয়েছে। তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলেই কাজ শুরু করতে পারবে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!