খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশের মতো তরুণ নেতৃত্বকে সামনে রেখে এগিয়ে যেতে হবে, আর্থিক ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর আহবান: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ড. ইউনূস
  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ
সাতক্ষীরায় যুব জলবায়ু সম্মেলন

বাসযোগ্য নগর গড়ে তোলার প্রত্যয় জলবায়ু যোদ্ধাদের

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় নগর যুব জলবায়ু সম্মেলন-২০২৪ এ বাসযোগ্য নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব জলবায়ু যোদ্ধারা। এজন্য তারা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণেরও দাবি জানান। বুধবার (১৮ ডিসেম্বর) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই সম্মেলনের আয়োজন করে।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল ইসলাম ফারুক ও জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল।

পরে জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরা শহরে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে শেষ হয়।

এরপর সেখানে ‘জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব নগর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ধারণাপত্র পাঠ করেন শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য ইমতি জামিল।

সেমিনারে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বারসিক পরিচালক পাভেল পার্থ, সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, তরুণ জলবায়ু যোদ্ধা এসএম শাহিন আলম প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলীয় এলাকার মানুষ সর্বস্ব হারিয়ে কোন মতে বেঁচে থাকার আশায় গ্রাম থেকে শহরে আসতে বাধ্য হচ্ছে। বাস্তুচ্যুত অধিকাংশ মানুষের ঠাই হচ্ছে শহরের বস্তিতে ও ফুটপাতে। এই সংকটময় পরিস্থিতির জন্য দায়ী না হলেও তাদের বেদনাবিধুর জীবন বেছে নিতে হচ্ছে। জলবাযু পরিবর্তনের যে সংকট তাদের গ্রাম ছাড়তে বাধ্য করেছে, শহরে এসেও তারা জলবায়ু পরিবর্তনের নানা নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে।

সম্মেলনে সাতক্ষীরা শহরের দরিদ্র মানুষের জন্য আবাসন বা সামাজিক আবাসন নিশ্চিতকরণ, দরিদ্র জনগোষ্ঠীর জন্য শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিশ্চিতকরণ, পানি সরবরাহ, স্যানিটেশন, পয়ঃনিষ্কাশন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, নগরের তাপদাহ কমানো ও সকল প্রাণের জন্য পরিকল্পিত শহর তৈরীর লক্ষ্যে সরকারিভাবে অন্তত ২০ ভাগ বনভূমি এবং ১৫ ভাগ জলাভূমি নিশ্চিতকরণ, যুবদের বিশেষ করে নারীদের জন্য আয়বর্ধনমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুবিধা নিশ্চিতকরণ, বায়ুদূষণ, শব্দদূষণ, পানি দূষণ বন্ধে উদ্যোগ গ্রহণ, নির্মাণে পরিবেশসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার, সবার জন্য সবুজ জ্বালানির ব্যবহার নিশ্চিতকরণ ও শহরে পথচারীদের জন্য হাঁটার জন্য ফুটপাত ও বাইসাইকেল লেন তৈরির উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ প্রধান অতিথি হিসেবে শ্রেষ্ঠ জলবায়ু যোদ্ধা হিসেবে এসএম শাহিন আলম, মাকসুদা খাতুন ও আব্দুর রহমান, বৃক্ষরোপণে তামিম হোসেন, বাল্য বিবাহ প্রতিরোধে হৃদয় মন্ডল, প্রাণসায়র খাল রক্ষায় ফরিদ গাজী, নগর কৃষিতে ইসরাফিল হোসেন ও বরেন্দ্র জলবায়ু যোদ্ধা শাইখ তাসনিম জামালকে নগর যুব জলবায়ু সম্মননা ২০২৪ প্রদান করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!