নেপালের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন ইফতেখার আহমেদ। পাকিস্তানের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান মাত্র ৬৭ বলে ১০টি টার আর ৪টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন। ক্রিকেট ক্যারিয়ারে যে কোনো ফরম্যাটে এটা তার প্রথম সেঞ্চুরি।
এদিন ৭১ বলে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন ইফতেখার। তার এবং অধিনায়ক বাবর আজমের সেঞ্চুরিতে নেপালের বিপক্ষে ৫০ ওভারে ৩৪২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। দলের হয়ে ১৩১ বলে ১৪টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১৫১ রান করেন।
পাকিস্তানের হয়ে এদিন ১৫তম ওয়ানডে ম্যাচ খেলতে নামেন ইফতেখার। চলতি বছরের ৭ মার্চ করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭২ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ইফতেখার।
ক্যারিয়ারের ৪ টেস্টে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ২৭ রান। ৪৯ ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৮২।
খুলনা গেজেট/এমএম