যশোরের বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় খালেদুর রহমান টিটো (২৮) হত্যা মামলার আসামি জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কখন ও কিভাবে তাকে আটক করা হয়েছে তা তিনি বিস্তারিত জানাননি।
এর আগে গত ১০ ডিসেম্বর নিহত টিটোর ভাই বেতালপাড়া গ্রামের বদর উদ্দীন বাদী হয়ে জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীলু পাটোয়ারী ও তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারীসহ ১৭ জনের নামে বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেন। এছাড়া মামলায় অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করা হয়। সম্প্রতি মামলার প্রধান আসামি দীলু পাটোয়ারী উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। অন্য আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন।
৯ ডিসেম্বর রাতে বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচনে নৌকা প্রতিকের কর্মী খালেদুর রহমান টিটো সংঘর্ষে নিহত হয়।
গত ১০ ডিসেম্বর বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্টিত হয়। এতে প্রয়াত উপজেলা চেয়ারম্যান কাজলের স্ত্রী ও আওয়ামী লীগের নৌকার প্রতিকের ভিক্টোরিয়া পারভীন সাথী বিজয়ী হন। নির্বাচনে আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনারস প্রতিকের দীলু পাটোয়ারীর কর্মী সমর্থকদের সাথে নৌকা প্রতিকের কর্মী সমর্থকদের সাথে কয়েকদফা সংঘর্ষ হয়।
খুলনা গেজেট /এমএম