যশোরের বাঘারপাড়া উপজেলার একটি ইউনিয়নে একদিনের ব্যবধানে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামের শহীদ মুন্সির বাড়িতে ১৪/১৫ জনের একদল ডাকাত তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। এরপর ডাকাতরা শহীদের দুই ছেলেকে বেধে রেখে হত্যার হুমকি দিয়ে নগদ টাকা, স্বর্নালঙ্কার, ১টি এ্যাপাচি ও ১টি হোন্ডা লিভো মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। শহীদ মুন্সি জানান, ডাকাতরা বাড়ি থেকে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা, ৭টি মোবাইল ফোন, অনুমানিক ৮ থেকে ১০ভরি স্বর্নালঙ্কার ও দুটি মোটরসাইকেল নিয়ে যায়। তিনি বলেন, ডাকাতদল নড়াইলের দিকে পালিয়ে যায়। বাড়ির লোকজন কাউকে চিনতে পারেনি। এ খবর পেয়ে ভিটাবল্লা পুলিশ ক্যাম্প ও থানার রাত্রীকালিন জরুরি ডিউটির পুলিশ ফোর্স ঘটনাস্থলে হাজির হয়। কিন্তু তারা কাউকে আটক ও লুটকৃত মালামাল উদ্ধার করতে পারেনি।
এদিকে, গত ১৬ অক্টোবর ভোররাতে ১৪/১৫ জনের একদল ডাকাত উপজেলার জামদিয়া গ্রামের কাসেদ আলী মোল্লার বাড়িতে ঢুকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্নালঙ্কার নিয়ে পালিয়ে যায় এবং একই রাতে গ্রামের নওশের মোল্লার ছেলে সোহেলের বাড়ি থেকে নগদ ২ হাজার টাকা ও সোহেলের স্ত্রীর গলায় থাকা একটি সোনার চেইন, কানের দুল নিয়ে যায়।
এসব ঘটনায় ডাকাতদলের সদস্যরা হাফপ্যান্ট, কালো গেঞ্জি ও মুখে কালো কাপড় বেধে বাড়িতে ঢুকে ডাকাতি করেছে বলে বাড়ির মালিকরা জানিয়েছেন।