খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

বাঘারপাড়ায় অ্যাসাইনমেন্টের নামে টাকা নেয়ায় তিন শিক্ষককে শো’কজ

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের নবম ও দশম শ্রেণির অ্যাসাইনমেন্টের নামে অর্থ আদায়ের ঘটনায় তিন শিক্ষককে শো’কজ করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ সভা করে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষককের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ স্বাক্ষরিত পত্রে শোকজের বিষয়টি জানাগেছে।

সূত্র জানায়, দশম শ্রেণির কারিগরি বিভাগের শিখন ফল মূল্যায়নে অ্যাসাইনমেন্টের নিয়ম না থাকলেও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট টপিক সংগ্রহ ও জমা করতে বাধ্য করে তিন শিক্ষক। এরা হলেন, শিক্ষক ইফতেখারুল রিগান, আব্দুর রশিদ ও অনুপম কুমার বিশ্বাস। এমনকি নিয়ম নীতি না মেনেই ওই বিভাগের এ তিন শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে ইচ্ছামত অর্থ আদায় করছে বলে অভিযোগ উঠে। এ অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ের কারিগরি বিভাগের শিক্ষক ইফতেখারুল রিগান, আব্দুর রশিদ ও অনুপম কুমার বিশ্বাসকে রোববার শোকজ করে কর্তৃপক্ষ। একইসাথে তিন কর্মদিবসের মধ্যে ঘটনার বিষয়ে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন জানিয়েছেন, তিন শিক্ষককেই শোকজের চিঠি পাঠানো হয়েছে। এর সন্তোষজনক জবাব দিতে না পারলে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তানিয়া আফরোজ জানান, অবৈধভাবে অর্থ আদায়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই তিন শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!