খুলনা, বাংলাদেশ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২২ মে, ২০২৪

Breaking News

  সাবেক সংসদ সদস্য মানু মজুমদার মারা গেছেন
  নিখোঁজ এমপি আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার কলকাতায়

বাগেরহাটে হাঙ্গার প্রজেক্টের সচেতনতামূলক সভা

‘ধর্ম সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণ ও শান্তির জন্য। কোন ধর্ম-ই সহিংসতা ও উগ্রবাদকে প্রশ্রয় দেয় না।ধর্মে বিশ্বাসী লোক কখনও উগ্রবাদে জড়াতে পারে না। ধর্মীয় অপব্যাখ্যা উগ্রবাদের জন্ম দিতে পারে। ধর্মীয় নিয়ম নীতির অপব্যাখ্যা মেধাবী তরুণদেরকে উগ্রবাদে ঠেলে দিতে পারে।যার পরিণতি অনেক ভয়ানক।তাই উগ্রবাদ ও জঙ্গিবাদ রুখতে সকলকে সচেতন হতে হবে।’

বুধবার দুপুরে বাগেরহাট পৌরসভা মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের অধীনে বিল্ডিং রেসিলিয়েন্স এগেইনস্ট ভায়োলেন্ট এক্সট্রিমিজম (ব্রেভ) শীর্ষক প্রকল্পের আয়োজনে সচেনতা বৃদ্ধিমূলক সভায় বক্তারা এসব কথা বলেন।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় বক্তৃতা করেন বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, পৌরসভার প্যানেল মেয়র, কাউন্সিলর তানিয়া খাতুন, শরীফা খানম স্বপ্না, আবুল হাসেম শিপন, বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রঞ্জু, ব্রেভ প্রকল্পের বাগেরহাট জেলা কো-অর্ডিনেটর রবিউল ইসলাম, সদর উপজেলা কো-অর্ডিনেটর হাফিজুর রহমান প্রমুখ।

আয়োজকরা জানান, দি হাঙ্গার প্রজেক্টের অধীনে বিল্ডিং রেসিলিয়েন্স এগেইনস্ট ভায়োলেন্ট এক্সট্রিমিজম(ব্রেভ) শীর্ষক প্রকল্পটি সহিংস চরমপন্থা রুখতে সাধারণ মানুষের সহনশীলতা বৃদ্ধিতে কাজ করবে। জেলার মোংলা, ফকিরহাট ও বাগেরহাট সদর উপজেলার ২৪টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভায় কাজ করবে। এই প্রকল্পের আওতায় জনগণের ক্ষমতায়ন, সংগঠিতকরণ, নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা অর্জন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালীকরণ এবং বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের লক্ষে মৈত্রী জোট গড়ে তোলা হবে।এ বছরের ২৩ মার্চ শুরু হওয়া প্রজেক্টটি ২০২৩ সাল পর্যন্ত বাগেরহাটে কাজ করবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!