খুলনা, বাংলাদেশ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৮ মে, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে লরির ধাক্কায় তরুণ নিহত, চার ঘণ্টা পর পানির নিচে শিশুর সন্ধান

বাগেরহাটে শিশুদের ভ্যাকসিন প্রদান শুরু

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এই টিকা কার্যক্রম উদ্বোধন করেন। এসময়, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বখসি, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ স্বাস্থ্যকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নির্দিষ্ট সময়ের আগে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন অতিথিগণ। টিকাভীতি দূর করতে শিক্ষার্থীদের নানা ধরণের উৎসাহ দেওয়া হয়। জেলা প্রশাসকের উদ্বোধনের পরেই স্বাস্থ্যকর্মীরা কোমলমতি শিক্ষার্থীদের টিকা প্রদান শুরু করেন। প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা স্বপ্রবৃত্ত হয়ে টিকা গ্রহণ করে। এদিন ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭০ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়। এছাড়াও জেলার ৪৫০টি বিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে আজকে। ২২ অক্টোবর পর্যন্ত ১হাজার ৯৯৭টি বিদ্যালয়ের এক লক্ষ ৯০ হাজার ৯৫২জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

নিজেরা টিকা গ্রহণের পরে সন্তানদের টিকা দিতে পেরে খুশি অভিভাবকরা।

হাসিব শেখ নামের এক অভিভাবক বলেন, আগে আমরা স্বামী-স্ত্রী টিকা নিয়েছিলাম। আজ আমার প্রথ শ্রেণিতে পড়ুয়া ছেলেকে টিকা দিলাম। এখন অনেকটা নিরাপদ মনে হচ্ছে নিজেদের।

রাবেয়া বেগম নামের আরেক অভিভাবক বলেন, ৩য় শ্রেনির মেয়েকে টিকা দেওয়ালাম। খুব ভাল লাগছে। এখন নিশ্চিন্তে সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে পারব বলে জানান এই অভিভাবক।

সদর উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকসি বলেন, করোনা প্রতিরোধে টিকা অনেক বেশি কার্যকর। তাই আমরা শিক্ষার্থীদেরও টিকা দেওয়া শুরু করেছি। তবে শিক্ষার্থীদের টিকার ক্ষেত্রে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হলে, সেই শিক্ষার্থীদের চিকিৎসার জন্য আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। আমরা চেষ্টা করব এই কর্মসূচি সফল করতে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, আগে যেসব শিশু ও বড়দেতর টিকা দেওয়া হয়েছে, তারা সুস্থ্য রয়েছেন। তাদের মধ্যে করোনা প্রতিরোধী ইমুইনিটি তৈরি হয়েছে। স্বাস্থ্য, বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগসহ সকল দপ্তরকে সাথে নিয়ে আমরা শিশুদের টিকাদান কর্মসূচি জেলায় শতভাগ সফল করব।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!