বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান খুলনা বিভাগীয় সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়। শনিবার(১২ ফেব্রুয়ারি) কারিতাস খুলনার সেমিনার হল প্রাঙ্গণে সকাল ১০ টায় সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর প্রেসিডিয়াম মেম্বার নাজিম উদ্দিন জুলিয়াস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাংগঠনিক সম্পাদক শরীফ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর চেয়ারম্যান ও ঋত্বিক নাট্যকার লিয়াকত আলী লাকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা, নাট্যকার অনন্ত হীরা, সৈয়দ দুলাল, রাজ্জাক মুরাদ, উত্তম কুমার সাহা প্রমুখ।
খুলনা গেজেট/ এস আই