বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডটা এতোদিন পর্যন্ত ছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দখলে। এবার সেই রেকর্ড ভাঙলো শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা। ভারত বিশ্বকাপের চতুর্থ ম্যাচে রানের পাহাড় গড়েছে এই দুই দল। দক্ষিণ আফ্রিকার গড়া রেকর্ড সংগ্রহের বিপরীতে লড়াই করে হেরেছে লঙ্কানরা।
শনিবার (৭ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। ৪২৮ রান করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে লঙ্কানরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩২৬ রানে থামে লঙ্কানদের ইনিংস। ১০২ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।
২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে দুইদল মিলিয়ে করেছিল ৭১৪ রান। অজিদের করা ৩৮১ রানের জবাবে ৩৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। বড় ব্যবধানে সেই রেকর্ড ভেঙেছে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা। ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুই দল মিলিয়ে করেছে ৭৫৪ রান।
বড় সংগ্রহের পেছনে প্রোটিয়াদের কারিগর হিসেবে ছিলেন ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক এবং অ্যাডেইন মার্করাম। তিনজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রথমবার একই দলের তিন ব্যাটারের সেঞ্চুরি করার রেকর্ড। লঙ্কানদের হয়ে লড়াই করেছেন কুশল মেন্ডিস, চারিথ আশালঙ্কা এবং দাসুন শানাকা। তিনজনই ফিফটির দেখা পেলেও তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়া হয়নি কারও।
খুলনা গেজেট/এমএম