দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশ আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আসন্ন এই সফরের জন্য দল ঘোষণা করেছে কিউরা। আগেই জানা গিয়েছিল, এ যাত্রায় দলের সঙ্গে থাকছেন কিউইদের প্রধান কোচ গ্যারি স্টিড। এবার জানা গেল, বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজের জন্য পূর্ণ শক্তির দলও পাঠাচ্ছে না কিউইরা। ঘোষিত স্কোয়াডে নেই নিয়মিত অনেক তারকারা।
শনিবার ভোরে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগারদের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। চোটের কারণে অনেকদিন ধরেই দলে নেই নিউজিল্যান্ডে নিয়মিত ওয়ানডে অধিনায়ক কেইন উইলিয়ামসন। তার বদলে দলকে সামলানো টম ল্যাথামও বাংলাদেশ সফরে আসবেন না। ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিবেন এখন পর্যন্ত এক ম্যাচেও নিউজিল্যান্ডকে নেতৃত্ব না দেয়া গতিময় পেসার লকি ফার্গুসেন।
বিশ্বকাপের ব্যস্ততা সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, মিচেল স্যান্টনার ও টিম সাউদিকে। মার্ক চ্যাপম্যান ও অলরাউন্ডার জিমি নিশামও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে নেই। দুজনই প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন ওই সময়ে। এজন্য সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়ে রেখেছেন তারা। অর্থাৎ একদম দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসবে কিউইরা। এর আগে সর্বশেষ ২০২১ সালে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড। সেবারও দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল এনজেডসি।
ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে-পরে দুই দফায় বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ২১ সেপ্টেম্বর মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২৩ ও ২৬ সেপ্টেম্বর বাকি দুই ম্যাচও হবে মিরপুরে।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দল: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্ল্যান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।
খুলনা গেজেট/এমএম