বিশ্বকাপের সূচি নিয়ে জটিলতা যেন কাটছেই না। স্বাগতিক ভারতের ধর্মীয় অনুষ্ঠানের ফলে আগেই পরিবর্তন এসেছে ভারত-পাকিস্তানের মধ্যকার সূচিতে। এবার আরও আট ম্যাচসহ মোট নয়টি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। পরিবর্তন এসেছে বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতেও।
আইসিসির পূর্বের সূচি অনুযায়ী ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি ১৫ অক্টোবর রোববার আহমেদাবাদে হওয়ার কথা ছিল। তা একদিন এগিয়ে ১৪ অক্টোবর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে ভেন্যুতে পরিবর্তন আসবে না।
এদিকে বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতেও পরিবর্তন এনেছে আইসিসি। পরিবর্তিত সূচি অনুযায়ী বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ হবে ১০ অক্টোবর। সাকিব-তামিমদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ হবে ১১ নভেম্বর আর নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা মাঠে নামবে ১৩ অক্টোবর।
পরিবর্তন এসেছে আফগানিস্তান-ইংল্যান্ডের ম্যাচটিতে। ১৪ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এছাড়া হায়দ্রাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ১২ অক্টোবরের ম্যাচটি ১০ অক্টোবর এবং লখনউতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটি ১৩ অক্টোবরের পরিবর্তে ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিশ্বকাপের ১৩তম আসর মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হবে। ১৯ নভেম্বর একই ভেন্যু দিয়ে পর্দা নামবে ১৩তম এই আসর।
খুলনা গেজেট/ বিএম শহিদুল