১৯৯৯ সালে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। আর সেখানেই পাকিস্তানকে হারিয়ে বাজিমাত করেছিলেন খালেদ মাহমুদ সুজনরা। ঐতিহাসিক সেই মুহূর্তটি শেয়ার করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।
আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হবে। তার আগে ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে দিতে বিভিন্ন আয়োজন হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (২১ আগস্ট) আইসিসি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ১৯৯৯ বিশ্বকাপের কিছু মুহূর্ত শেয়ার করেছে। সেখানে ঠাঁই পেয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ঘটনাবহুল মুহূর্তটি।
বিশ্বকাপের সেই আসরে পাকিস্তান ফেভারিটের প্রথম তালিকায় থাকলেও শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। আর প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়ার সাথে সাথে পাকিস্তানের মতো দলকে হারিয়ে অনন্য নজির গড়েছিল টাইগাররা। ম্যাচটিতে বাংলাদেশ জয় পেয়েছিল ৬২ রানে।
গ্রুপ পর্বের সেই ম্যাচে খালেদ মাহমুদের বোলিং তোপে পড়ে হার নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিল ওয়াসিম আকরামের দল। বিশ্বকাপের সেই আসরে বাংলাদেশের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। ইংল্যান্ডের নর্দাম্পটনের সেই দিনটি কখনও ভুলতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশের হয়ে সেই ম্যাচের ওপেনিং জুটিতে নেমেছিলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ এবং মেহেরাব হোসেন অপি। দুজনে মিলে করেছিলেন ৬৯ রান। এরপরে ৬৬ বলে ৪২ রান করে দলের ভীত মজবুত করেছিলেন আকরাম খান। সেটিই ছিল বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান। আর বল হাতে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের কুপোকাত দশা করেছিলেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের করা ২২৩ রানের বিপরীতে পাকিস্তান করেছিল মাত্র ১৬১ রান।
খুলনা গেজেট/এমএম