খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
  ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ নিয়েছেন
  এনআইডির তথ্য ফাঁসের ঘটনায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে কাফরুল থানায় মামলা

বাংলাদেশের উন্নয়ন বিএনপিসহ জামায়াত জোট মেনে নিতে পারছে না : সালাম মূর্শেদী 

নিজস্ব প্রতিবেদক

খুলনা ৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বঙ্গবন্ধু ছাড়া স্বাধীনতার ইতিহাস কল্পনা করা যায় না। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের সাথে জড়িয়ে আছে বঙ্গবন্ধুর সকল কর্মকান্ড।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের উন্নয়ন বিএনপিসহ জামায়াত জোট মেনে নিতে পারছে না। তারা বাংলাদেশে নির্বাচন এলেই তা বানচাল করার জন্য অপচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া জন্য তিনি আহবান জানান। বিএনপি জামাতের সাথে আর কোন সখ্যতা থাকতে পারে না। এ কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রূপসা উপজেলার নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু চত্বরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

স্কুল পরিচালনা পরিষদের সভাপতি নোমান ওসমানী রিচির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ,ম, আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন ও জেলা আওয়ামী লীগ সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্বাশিপ সভাপতি রবিউল ইসলাম পলাশের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্র, এস এম হাবিব, অধ্যক্ষ আতাহার আলী ফকির, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, সরোজ কুমার হালদার, কৃষ্ণপদ দাস, মোঃ হায়দার আলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, আওয়ামী লীগ নেতা আঃ গফুর খান, ওয়াহিদুজ্জামান, যুবলীগ নেতা নাসির হোসেন সজল, বাদশা মিয়া, ফ,ম, ওয়াহিদুল ইসলাম প্রমূখ।

এর পূর্বে তিনি রূপসা প্রেসক্লাব আয়োজিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আজিজুল ইসলাম কে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) মো. সাজ্জাদ হোসেন, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ জুবায়ের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, জেলা আওয়ামী লীগ সদস্য ফ,ম, আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, খুলনা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন ক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু। বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, মোঃ জাহাঙ্গীর শেখ, মোঃ কামাল হোসেন বুলবুল, এমপির প্রধান সমন্বয়ক নোমান ওসমানী রিচি, প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক খান আব্দুর জব্বার শিবলী, সাংবাদিক এমডি অলিদ হোসেন, এম এ আজিম, হামিদুল হক, তৌহিদুল ইসলাম কচি, আক্তার খান, আব্দুল কাদের, চিত্ত রঞ্জন সেন, বেনজির হোসেন, এইচএম মনি প্রমূখ।

এরপর সংসদ সদস্য সামন্তসেনা এলাকায় তার নিজস্ব অর্থায়নে নির্মিতব্য ঘরের নির্মাণ কাজ পরিদর্শন, পাচানী এলাকায় একটি রাস্তার নির্মান কাজের উদ্বোধন, গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, মৎস্য অধিদপ্তর আয়োজিত জেলেদের মাঝে বকনা বাছুর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বিকাল ৩ টায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং সর্বশেষ বিকালে শিয়ালিতে নির্মিতব্য আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

এর আগে সকালে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল সংসদ সদস্যের সাথে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বিনয় কৃষ্ণ হালদার,মহিলা আওয়ামী লীগ নেত্রী রিনা পারভিন,মাধূরী সরকার,আলমগীর হোসেন শ্রাবন, লিপিকা রানী দাস,যুবলীগ নেতা সুব্রত বাগচী,শফিকুী রহমান ইমন,আজমল ফকির,রবিউল ইসলাম, খায়রুজ্জামান সজল, আরাফাত হোসেন সাকিব, যুবলীগ নেতা সামসুল আলম বাবু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আশিকুজ্জামান তানভির, যুগ্ম আহবায়ক সারিরুল ইসলাম হিমেল,আরিফুর ইসলাম কাজল,নাজমুল হুদা অঞ্জন,রিয়াজ শেখ প্রমূখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!