২য় বর্ষপূর্তি উপলক্ষে খুলনার নারীদের ফেসবুক পেজ ‘ললনার রান্নাঘর’-এ এবারে ছিল ভিন্নধর্মী আয়োজন। পেজের এডমিনসহ সকল সদস্যদের অংশগ্রহণে এর আয়োজন করা হয়।
গত ৩০ নভেম্বর ফেসবুক পেজ ‘ললনার রান্নাঘর’-এর ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। পেজের এডমিন ও সকল ললনার অংশগ্রহণে তিনদিনব্যাপী কর্মসূচী পালন করা হয়েছে।
তিন দিনের এ কর্মসূচীর প্রথম দিন নগরীর অসহায় পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। ২য় দিন হাফেজিয়া মাদ্রাসায় ললনাদের হাতের তৈরি খাবার বিতরণ করা হয়। ৩য় দিনে খুলনার কেক বেকারদের স্পন্সরকৃত কেক পথ শিশুদের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, নিজেদের তৈরি করা খাবারের সুন্দর পরিবেশনার ছবি পেজে পোস্ট করার মধ্য দিয়ে ললনার রান্নাঘরের পথ চলা শুরু। এরপর অনলাইনে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজনের মধ্য দিয়ে উদ্যোক্তা সৃষ্টি হয়। এভাবে চলতে চলতে জনপ্রিয় বিশাল এক পরিবার ললনার রান্নাঘর। ভবিষ্যতে অসহায় নারীদের সহযোগীতার মাধ্যমে উদ্যোক্তা তৈরি করায় পেজের মূল লক্ষ্য বলে জানায় কর্তৃপক্ষ।
খুলনা গেজেট/এন এম