খুলনা, বাংলাদেশ | ৮ ফাল্গুন, ১৪৩১ | ২১ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বন্ধুত্ব চাইলে ভারতকে তিস্তার ন্যায্য হিস্যা দিতে হবে: ফখরুল

গেজেট ডেস্ক

বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে ভারতকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিস্তা রক্ষার আন্দোলন বাঁচা-মরার লড়াই। জনগণ লড়াই-সংগ্রামের মাধ্যমে তিস্তাকে রক্ষা করবে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটের কাউনিয়ায় তিস্তাপারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এর আগে তিনি ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগান সামনে রেখে সমাবেশ উদ্বোধন করেন। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগাপ্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তাপারে ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।

উদ্বোধনকালে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার স্বার্থে অবিলম্বে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে বিভিন্ন দলের নেতারা বলেন, সীমান্ত হত্যা বন্ধ করার পাশাপাশি পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভারতে সম্পর্ক গড়তে হবে। ভারতের আগ্রাসীনীতি জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তারা।

সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ এসেছে এই সমাবেশে। একই দাবিতে তিস্তার বাংলাদেশ অংশে ১১৫ কিলোমিটার তিস্তার দুই পাশে ২৩০ কিলোমিটার অংশের ১১টি স্পটে একযোগে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি যোগ দিতে আসছে তিস্তা তীরবর্তীতে বসবাসরত মানুষজন।

দাবি আদায় অংশ নেওয়া মানুষজনের রাত্রী যাপনের জন্য বানানো হয়েছে শত শত তাঁবু। ব্যবস্থা করা হয়েছে রাতের খাবার।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!