খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২১ আগস্ট গ্রেনেড হামলা : আপিল বিভাগে ফের শুনানি ২৬ মে
  তিন দফা দাবিতে আজও রাজধানীর কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের অবস্থান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
  এনবিআর বিলুপ্ত করে দু’টি বিভাগ করার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দিনের মতো কলমবিরতি চলছে

বটিয়াঘাটায় ১৪৫ জন গৃহহীনকে গৃহ প্রদান

বটিয়াঘাটা প্রতিনিধি

মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপি ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে গৃহদান উপলক্ষে শনিবার বটিয়াঘাটা উপজেলার ১৪৫জন গৃহহীনকে গৃহ প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খাঁন, এডিসি এলএ শাহনাজ বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আফজাল হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শেখ হাদিউজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীলিপ কুমার হালদারসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ১৪৫জন গৃহহীনকে গৃহের দলিল, চাবি এবং কাগজপত্র প্রদান করা হয়। এর পূর্বে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে ৬৬ হাজার ১৮৯ জন গৃহহীনকে গৃহ প্রদানের উদ্বোধন করেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!