মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপি ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে গৃহদান উপলক্ষে শনিবার বটিয়াঘাটা উপজেলার ১৪৫জন গৃহহীনকে গৃহ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খাঁন, এডিসি এলএ শাহনাজ বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আফজাল হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শেখ হাদিউজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীলিপ কুমার হালদারসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ১৪৫জন গৃহহীনকে গৃহের দলিল, চাবি এবং কাগজপত্র প্রদান করা হয়। এর পূর্বে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে ৬৬ হাজার ১৮৯ জন গৃহহীনকে গৃহ প্রদানের উদ্বোধন করেন।
খুলনা গেজেট/এনএম