বটিয়াঘাটার পুরাতন ফেরীঘাট সংলগ্ন কাজীবাছা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে। সে খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকার বসুরাবাদ কলোনীর আব্দুল কুদ্দুস শেখের পুত্র মোঃ সৌরভ শেখ (১৯)।
পুলিশ জানায়, সৌরভ পেশায় একজন মটর শ্রমিক। গত ১৭ আগষ্ট সে নিঁখোজ হয়। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্হানে মাইকিং ও পত্র পত্রিকায় বিজ্ঞাপনও দেয়। বৃহষ্পতিবার বেলা ১১ টার দিকে বটিয়াঘাটার পুরাতন ফেরীঘাট এলাকায় কাজীবাছা নদীতে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্হানীয় এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। খবর পেয়ে সৌরভ এর বাবা- মা ঘটনাস্থলে এসে তার লাশ শনাক্ত করে। অন্যদিকে পিবিআই ও সিআইডি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ খুমেক হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় ১৭ নং ইউডি মামলা দায়ের হয়েছে।
খুলনা গেজেট/টি আই