খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফসল কাটা নিয়ে চাঁপাই নাবাবগঞ্জ চোকা-কিরণগঞ্জ সিমান্তে উত্তেজনা, ককটেল বিস্ফোরণ বেশ কয়েকজন আহত; সমাধানের চেষ্টায় বিজিবি-বিএসএফ
  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

বঙ্গমাতার জন্মদিনে নগর ছাত্রলীগের বৃক্ষরোপণ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী ও দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ।

রবিবার খুলনা আলিয়া মাদ্রাসা জামে মসজিদে জোহর নামাজের পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া মাহফিলের পর খুলনা আলিয়া মাদ্রাসা চত্ত্বরে ঔষধি ও ফলদ বৃক্ষের চারা রোপন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন কর্মসূচী ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরি মোঃ রায়হান ফরিদ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা তাজমুল হক তাজু, রণবীর বাড়ই সজল, নাইমুর রহমান নাইম, রফিকুল ইসলাম, ইয়াসিন আলী, পাপ্পু সরকার, মাহামুদুল হাসান সুজন, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, আরাফাত হোসেন মিয়া, মাহামুদুর রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, বায়েজিদ সিনা, আহনাফ অর্পন, শেখ মোঃ রাসেল, সাইফুল ইসলাম, সাজু দাশ, শংকর কুন্ডু, ইমরান হোসেন বাবু, তৌহিদুল ইসলাম সানি, শেখ সাইফ সাজিদ, রেজওয়ান খান রিজু, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, মোঃ মিজানুর রহমান, আলী হোসেন, নাইমুল ইসলাম তোষি, পিয়াল হাসান, আবিদ আল হাসান, সাজ্জাত সাজু, রায়হান শিকদার, তানভীর ইসলাম সাব্বির, রফিকুল ইসলাম, রাহুল শাহরিয়ার, আলামিন হোসেন, সাইফুল ইসলাম, তাসফিকুর আহমেদ ভোর প্রমুখ। দোয়া পরিচালনা করেন খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খ ম জাকারিয়া। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!