খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি
  আজ সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, মহান আদর্শের নাম : সালাম মূর্শেদী

নিজস্ব প্রতিবেদক

তেরখাদাখুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেন, বঙ্গবন্ধু কেবল একজন ব্যাক্তি নন, এক মহান আদর্শের নাম। যে আদর্শে উজ্জীবিত হয়েছিল গোটা দেশ। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষ দর্শনে দেশের সংবিধানও প্রণয়ন করেছিলেন স্বাধীনতার স্থাপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উপজেলা যুবলীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কোরআন খতম, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা যুবলীগের সভাপতি এফ এম মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরাঙ্গীর ও যুবলীগ নেতা শেখ সেলিম আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, জেলা আ’লীগ নেতা জামিল খান ও পাপিয়া সরোয়ার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা বদরুল আল বাদশা, শেখ তবিবুর রহমান, এম ফরিদ আহমেদ, শাহ্ আলম, শহিদ মোল্যা, এফ এম মনিরুজ্জামান, চৌধুরী আবুল খায়ের, জেলা যুবলীগ নেতা এবি এম কামরুজ্জামান, জলিল তালুকদার, সরদার জাকির হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, এমপি’র কো-অর্ডিনেটর যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, বদরুল আলম বাবর, ওবায়দুল্লাহ বাবু, সেলিম শেখ, অহিদুল মোল্যা, কৃষকলীগ নেতা এস এম নাজমুল ইসলাম, মহিলা আ’লীগ নেত্রী আঞ্জুয়ারা আফজাল, তাহেরা নয়ন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আনিছুল হক, ছাত্রলীগ নেতা মোঃ রাকিবুল ইসলাম, শেখ হুসাইন আহমেদ, মেহেদী হাসান আকিব প্রমূখ।

এদিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সোমবার আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মোঃ আনিছুল হকের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব খান মোঃ ফরাদুজ্জামান সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, খান সাইফুল ইসলাম, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামছুল আলম বাবু, মিজানুর রহমান হিরাঙ্গীর, মহিলা লীগ নেত্রী আঞ্জুয়ারা সুমি, তাহেরা নয়ন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মঈন, হুসাইন আহমেদ, আলমগীর, আলিনুর, আল আমিন, মিশকাত, শফিক, নিশি, আজমুল, নওরজ, জনি, জাহাঙ্গীর মুন্সি, বাপ্পি, খোকন, মোতালেব, লিটন প্রমূখ।

এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী শোককে শক্তিতে পরিণত করে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জনান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য সামসুর নাহার, প্রধান বক্তা খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ গাজী জাকির হোসেন, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফ, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী ওয়াদুদ হোসেন প্রমূখ।খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!