জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেনের ছবি অবমাননার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে খানজাহান আলী থানা আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
বুধবার (১৭ এপ্রিল) বিকালে ফুলবাড়ীগেট বাসস্টান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ সংগঠনের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, সদস্য ও থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, খানজাহান আলী থানা আ’লীগের সহ-সভাপতি মাস্টার মনিরুল ইসলাম, আওয়ামীলীগনেতা মোঃ সেলিম রেজা, মোঃ সাইদুর রহমান, মোঃ সুরুজ্জামান হানিফ, মনির শিকদার, শেখ কামাল আহমেদ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ শাকিল আহমেদ, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মিজানুর রহমান রুপম, মোঃ ওলিয়ার রহমান রাজু, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ফয়সাল হোসেন, স্থানীয় আওয়ামীলীগ নেত্রী রুমা খন্দকার মুন্নি, ইউপি সদস্য জিএম এনামুল কবির, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন জনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ালীগ নেতা গোলাম মোস্তফা, বাবুল হোসেন, মোঃ লিয়াকত মুন্সী, গোলাম রব্বানী, মোকসেদ ফকির, মহানগর কৃষকলীগ নেতা আবু নাঈম, এ্যাডঃ নার্গিস খানম, কাজী মঈনুল ইসলাম বাবলু, কামাল মুন্সী, নাসির উদ্দিন, মোহন মুন্সি, নিলা নাসির, শানু বেগম, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফুল ইসলাম রাসেল, মোঃ ফরহাদ হোসেন, শেখ রমজান আলী, এস এম ইসহাক হোসেন, জাহাঙ্গীর কবির খোকন, লাভলুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের অস্তিত্বে যারা আঘাত করে তারা কখনও প্রকৃত আওয়ামীলীগ হতে পারে না। যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি এবং এস এম কামাল হোসেন এমপির ছবি অবমাননা করতে পারে তারা আওয়ামী লীগ বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন সদস্য হতে পারে না। মানববন্ধনে বক্তৃারা ঘটনার নেপথ্যের ব্যক্তিদের অবিলম্বে দল থেকে বহিষ্কার এবং দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খুলনা গেজেট/কেডি