জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (কুয়েট) আনন্দ র্যালী করেছে গৌরব ’৭১, কুয়েট শাখা। ১১ জানুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হয়। র্যালীটি বিশ্বিবদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে ফুলবাড়ীগেট হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে।
গৌরব ’৭১, কুয়েট শাখার সভাপতি মোঃ এস্রাজ-উল-জান্নাত ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ এর নেতৃত্বে র্যালীতে গৌরব ’৭১ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী এ বি এম মহিউদ্দিন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এর অতিরিক্ত পরিচালক প্রকৌশলী আনিছুর রহমান ভুইয়া, কুয়েটে’র কম্পট্রোলার (পিআরএল) মোঃ নুরুজ্জামান, সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা) মোঃ সরদার আবুল কালাম আজাদ, গৌরব’৭১, কুয়েট শাখার সহ-সভাপতি এস এম তরিকুল ইসলাম, এফ এম সাইফুল্লাহ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেক হোসেন প্রামানিক, পলাশ সাহা, মোঃ শিহাব উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম সোহাগ, সহ-দপ্তর সম্পাদক মোঃ রাজীন আবির, অর্থ বিষয়ক সম্পাদক পবিত্র কুমার সাহা, প্রচার ও তথ্য বিষয়ক সম্পাদক মোঃ হেলাল ফকির, সহ-শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হীরামনি শাহীতাজ, সদস্য মোঃ পারভেজ আলম, ইমরান আলী রনি, ছাত্রলীগ কুয়েট শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, সহকারী রেজিস্ট্রার মোঃ আক্কাস আলী, সেকশন অফিসার (গ্রেড-১) জান্নাতুল ফেরদৌস দোলা, নাহিদা সুলতানা, সেকশন অফিসার (গ্রেড-২) জাকিয়া সুলতানা, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন) সভাপতি জি এম মনিরুজ্জামান সহ কুয়েটের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষাথীরা অংশগ্রহণ করেন। সূত্র:প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এ হোসেন