খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সাতক্ষীরা আ’লীগের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অমর্যাদা করার প্রতিবাদে সোমবার(৭ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আ’লীগের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, সদর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জি.এম ওয়াহিদ পারভেজ, সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আ’লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা মহিলা আ’লীগের সভাপতি এড. ফরিদা আক্তার বানু, সাধারণ সম্পাদক জ্যোৎনা আরা, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহরুল ইসলাম নান্টু প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অমর্যাদাকারীদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। সরকারের বিরুদ্ধে কোন ইস্যু না পেয়ে জামায়াত-বিএনপি নিজেরাই আগুন লাগিয়ে এবং ভাংচুর করে দেশকে অশান্ত করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে। যারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মকে সাধারণ মানুষের কাছে কুলষিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা মহিলা আ’লীগের যুগ্ম সম্পাদিকা লায়লা পারভীন সেঁজুতি, জেলা পরিষদের সদস্য মাহফুজা রুবি, এড. আজহারুল ইসলাম, এড. অনিত মুখার্জী, ডা. মুনসুর আহমেদ, এড. জিয়াউর রহমান বাচ্চু, শিমুল শামস্, সদর উপজেলা আ’গের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, আব্দুল­াহ সরদার, মঞ্জুর হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এজাজ আহমেদ স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজাসহ জেলা আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অমর্যাদা করার প্রতিবাদে শহরে একটি গণ মিছিল বের করা হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!