খুলনা, বাংলাদেশ | ২২ আশ্বিন, ১৪৩১ | ৭ অক্টোবর, ২০২৪

Breaking News

  সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান গ্রেপ্তার
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২২৫
  পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলমের নিয়োগ বা‌তিল : পররাষ্ট্র মন্ত্রণালয়
  সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সোনাডাঙ্গা থানা আ’লীগের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘৫২-তে বাঙালির মুখে ভাষা কেড়ে নিতে ব্যর্থ হয়েছে, বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র করে মৃত্যুদন্ডাদেশ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে, ৬৯-এর গণঅভ্যত্থান রুখতে ব্যর্থ হয়েছে, ৭০-এর সাধারণ নির্বাচনে নৈতিকভাবে পরাজয় বরণ করেছে, ৭১-এ বাঙালির অধিকার প্রতিষ্ঠায় স্বাধীনতা আন্দোলনের বিজয় ঠেকাতে ব্যর্থ হয়েছে। বাঙালির ন্যায় সঙ্গত আন্দোলনের মুখে সকল অশুভ পরিকল্পনা বন্যার পানির মত ভেসে গিয়েছে। কোন উগ্র মৌলবাদি অপশক্তি আর কখনও বঙ্গবন্ধু’র বাংলায় মাথা চাড়া দিতে পারবে না।’

তিনি খুলনাবাসীসহ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সর্বদা সজাগ দৃষ্টি রাখবেন, ষড়যন্ত্রকারীরা দলের এবং দলের বাইরে থেকে নানামূখী ষড়যন্ত্র করে বিভেদ সৃষ্টি করার অপকৌশল অবলম্বন করছে। তাদেরকে চিহ্নিত করে আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

সোমবার বিকাল ৪টায় নগরীর শীববাড়ি মোড়ে সোনাডাঙ্গা থানা আ’লীগ আয়োজিত বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুর ও গুলিবর্ষণের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আবুল কালাম আজাদ কামাল, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, প্যানেল মেয়র আলী আকবর টিপু, হাফেজ মো. শামীম, এড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মোক্তার হোসেন, কামরুল ইসলাম, নুরজাহান রুমি।

সোনাডাঙ্গা থানা আ’লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার পরিচালনায় এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কর্মাসের সভাপতি কাজি আমিনুল হক, আ’লীগ নেতা নুর ইসলাম বন্দ, শেখ মো. ফারুক আহমেদ, শ্যামল সিংহ রায়, অধ্যা. আলমগীর কবির, শেখ নুর মোহাম্মদ, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এস এম আকিল উদ্দিন, এস এম মনিরুজ্জামান সাগর, মো. আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, আব্দুল কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, শরিফ এনামুল হক, এজাজ পারভেজ বাপ্পি, মো. কামরুজ্জামান, এড. এনামুল হক, আলী আকবর, মো. রুহুল আমিন খান, এড. শামীম আহমেদ পলাশ, আইয়ুব আলী, মেহজাবিন খান, তোতা মিয়া ব্যাপারি, ইঞ্জি: আব্দুল জব্বার, খাজা মঈন উদ্দিন, শিপন চৌধুরী, এস এম আসাদুজ্জামান রাসেল, কামরুল ইসলাম, রোজি ইসলাম নদী, মো. শওকাত হোসেন, আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, মো. রাজ্জাক হোসেন, মুন্সি আইয়ুব আলী, চ ম মুজিবর রহমান, শেখ নুর ইসলাম, শেখ জাহিদুল হক, শেখ আবিদ উল্লাহ মো. জাহিদুল ইসলাম, সরদার আব্দুল হালিম, শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজী মোতালেব মিয়া, শেখ রুহুল আমিন, মীর মো. লিটন, জাকির হোসেন, মো. সবুর হোসেন, শেখ কুদ্দুস হোসেন, মোস্তাক আহমেদ টুটুল, মীর মাসুদ আলী, এম এম শিপার হায়দার, মো. মামুন উকিল, জিয়াউর রহমান বাবু, জাকির হোসেন বিপ্লব, মাহমুদুর রহমান রাজেস, রুম্মান আহমেদ, নুরীনা রহমান বিউটি, জাহানারা সিরাজ, মনোয়ারা বেগম, সাহানা বেগম, সাহানা বানু, কোহিনুর রাজ্জাক, লুৎফুন্নাহার লিলি, কবিতা আহমেদ, লাকি আক্তার, আসমা বেগম, রেশমা আক্তার, তামান্না ইসলাম প্রমুখ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!