সদ্য সমাপ্ত বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে নির্বাচিত খুলনার নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে স্থাপিত জাতির জনকের ভাস্কর্যে এ শ্রদ্ধা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, বিএফইউজের নব নির্বাচিত যুগ্ম মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা, নির্বাহী পরিষদ সদস্য কৌশিক দে বাপী, মো. হুমায়ূন কবির, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, সিনিয়র সাংবাদিক অরুণ সাহা, মো. শাহ আলম, আনোয়ারুল ইসলাম কাজল, রকিব উদ্দিন পান্নু, কেইউজে নেতা অভিজিৎ পাল, নুর হাসান জনি, বিমল সাহা, সাংবাদিক নেতা কামরুল আহসান, বাপ্পী খান, বাবুল আক্তার, দেবব্রত রায়, এস এম বাহাউদ্দিন, কাজী ফজলে রাব্বী শান্ত, তুফান গাইন, মো. সোহেল রানা, মো. হেলাল মোল্লা প্রমুখ।
খুলনা গেজেট/ এস আই