খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলায় সাম্প্রদায়িক অপশক্তির কালো হাত ভেঙ্গে দেওয়া হবে। ওরা ধর্মের নামে ব্যবসা করে। ব্যক্তি স্বার্থ উদ্ধারে ওরা ধর্মকে ব্যবহার করে। ওরা ধর্ম অবমাননাকারী, ওরা খুনী, ওরা জঘন্য অপরাধী। ওদের প্রতিহত করা প্রতিটি ধর্মের মানুষের নৈতিক অধিকার। বঙ্গবন্ধু’র বাংলায় কোন ধর্ম ব্যবসায়ীদের ঠাঁই হবে না। শেখ হাসিনার নেতৃত্বে সকল সাম্প্রদায়িক অপশক্তি রুখে দেওয়া হবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা আয়োজিত শান্তি ও সম্প্রীতির শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন এর পরিচালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি রুখতে বঙ্গবন্ধুর আদর্শের প্রত্যেক নেতা কর্মীকে সজাগ থাকতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মৃণাল কান্তি জোয়ার্দার। তিনি বলেন, যুবলীগের প্রতিটি নেতা কর্মীকে তার নিজ নিজ এলাকায় সৌহার্দ্য ও সম্প্রীতির রক্ষায় সর্বদা সচেষ্ট থাকতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে বলিয়ান হয়ে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশের চিরায়িত ঐতিহ্য রক্ষায় আমাদের লড়ে যেতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম টিটো, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন মিঠু, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, আব্দুল কাদের শেখ, এডঃ আল-আমিন উকিল, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, সওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, জুয়েল হাসান দিপু, কাজী ইব্রাহিম মার্শাল, মহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, মশিউর রহমান সুমন, কে এম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুজ্জামান রাশেদ, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, জনি মোড়ল, রফিকুল ইসলাম রফিক নগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, রনবীর বাড়ই সজল,জব্বার আলী হিরা, ইখতিয়ার মোল্লা,জহির আব্বাস, মাহমুদুল হাসান সুজন, মেহেদী হাসান, ঝলক বিশ্বাস, পাপ্পু সরকার, ইমাজ উদ্দিন রিপন, রকিবুল ইসলাম রফিক, ইয়াসিন আরাফাত, সোহান হোসেন শাওন, ইবনুল হাসান, মাহমুদুর রহমান রাজেস, এম এ হোসেন সবুজ, হিরন হাওলাদার, খালিশপুর থানা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মিলন, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু, সাধারণ সম্পাদক রুম্মান হাওলাদার, বিএল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি, ওয়ার্ড যুবলীগ আব্দুল মালেক, ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, রবিউল ইসলাম লিটন, শওকাত হাসান, কাঞ্চন সিকদার, হাসান শেখ, বাদল সিপাহী, আসাদুজ্জামান শাহিন, জামাল শেখ, ইমরুল ইসলাম রিপন, মাসুম উর রশিদ, মাসুম আহমেদ ডলার, আশরাফুল ইসলাম মুন, জনি মিয়া, মোল্লা মুরাদ হোসেন রিপন, নুর-এ-হেলাল, রাকিবুল ইসলাম, ইব্রাহিম হোসেন, জামিল আহমেদ সোহাগ, মহিদুল ইসলাম শান্ত, লাবু আহমেদ, সাকিব হাওলাদার প্রমুখ।
সম্প্রীতি শোভাযাত্রার সম্মূখে ছিলেন মুফতি মোঃ রফিকুল ইসলাম, খুলনা সেবাশ্রম এর অধ্যাক্ষ ধ্রুব মহারাজ, কোলাঘাট ব্যাপিষ্ট চার্চের পাষ্টর জন সমর সাহা।
খুলনা গেজেট/ টি আই