খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা আ’লীগের কর্মসূচি পালন

সাতক্ষীরা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে নানা কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচি অংশ হিসেবে মঙ্গলবার (১৬ মার্চ) সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় শিশুদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি ও ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। উৎসবমূখর পরিবেশে এসব প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মো: আসাদুজ্জামান বাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন প্রমুখ।

প্রতিযোগিতার অনুষ্ঠানে ছন্দময় আবৃত্তি আর শিশুর কোমল হাতের রঙ তুলির আঁচড়ে ফুটে ওঠে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা-চেতনা ও আদর্শ। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় একেকটি শিশু হয়ে ওঠে একেকটি মুজিব। সঙ্গীতের সুরে সুরে ছড়িয়ে যায় মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা। নৃত্যের তালে শিশুদের নূপুরের ছন্দে আবহমান বাংলার প্রতিচ্ছবি ফুটে ওঠে শিল্পকলার মঞ্চে। মুজিব শতবর্ষে ১৭ মার্চ জাতীয় শিশুদিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের ওই বর্ণিল আয়োজনে সাক্ষী হয় শতশত দর্শক।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!