জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে সদর থানা আওয়ামী লীগ।
কর্মসূচির মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্যের উপরে চিত্রাঙ্গণ ও কবিতা আবৃতি প্রতিযোগিতা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ক-গ্রুপ প্লে থেকে তৃতীয় শ্রেনি এবং খ-গ্রুপে চতুর্থ শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত। যে সকল প্রতিযোগীতায় অংশ গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে আগামী ১৪ মার্চের মধ্যে শামীম স্কয়ার মার্কেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ে যোগাযোগ করার জন্য আহবান জানানো যাচ্ছে। ১৬ মার্চ দুপুর আড়াইটায় আওয়ামী লীগ কার্যালয়ে এ চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩টায় আলোচনা সভা এবং আলোচনা সভা শেষে কেককাটা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের আওয়ামী লীগ কার্যালয়ে এসে যোগাযোগ করার জন্য আহবান জানিয়েছেন সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম।
খুলনা গেজেট/ টি আই