খুলনায় বঙ্গবন্ধুকে কটূক্তি করে তৈরি করা টিকটক ভিডিও ফেসবুকে শেয়ার করায় এস এম তানজির হোসেন (২৫) নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি রণবীর বাড়ই সজলের দায়ের করা মামলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০০ টাকার ওপর ছাপা বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে তৈরি করা টিকটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছিলেন তানজির।
খুলনা গেজেট/ এস আই