খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

বইপ্রেমীদের পদচারণায় মুখরিত উঠছে একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক 

খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে চলছে মাসব্যাপী একুশে বইমেলা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ছিল বইমেলার দ্বিতীয় দিন। মেলার দ্বিতীয় দিনেই ক্রেতা-দর্শকদের পদচারণায় ক্রমে মুখরিত হয়ে উঠতে শুরু করেছে বইমেলা প্রাঙ্গণ।বইমেলার মঞ্চে আজকের সাংস্কৃতিক আয়োজনে ছিল অমিত্রাক্ষর, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাচিক শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠান।

পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে তারার মেলা ও দিপালয় ইয়ুথ কয়ারের শিল্পীরা। মেলায় আগত উল্লেখযোগ্য সংখ্যক দর্শক শ্রোতা মেলামঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুরুন্নাহার হীরা ও সালমানুল মেহেদী মুকুট।

খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান বলেন, বই মেলায় প্রকাশনা সংস্থা, বিভিন্ন সাহিত্য সংগঠন, সরকারি প্রতিষ্ঠান ও বই বিক্রয়কারী প্রতিষ্ঠানের একশত স্টল রয়েছে। মাসব্যাপী বইমেলা সরকারি ছুটির দিনে সকাল সাড়ে ১০ থেকে রাত সাড়ে ৯টা এবং অন্যান্য দিনগুলোতে বিকেল ৩ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে। প্রতিদিন বিকালে প্রবন্ধ ও কবিতা পাঠ, নতুন লেখকদের বইয়ের মোড়ক উম্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বইমেলা উপলক্ষ্যে সকল বইয়ের ওপর ২৫ শতাংশ ছাড়ে ক্রেতারা বই কিনতে পারবেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!