খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  ছয় মামলায় সাবের হোসেনের জামিন, কারামুক্তিতে বাধা নেই
  দুর্গাপূজার ছুটি বৃহস্পতিবার একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  খুলনায় মাদক মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত

ফ্রান্সে মহানবী (সঃ)র ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে খুলনায় মানববন্ধন পুলিশের বাঁধায় পন্ড (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর বাবরী চত্বরে জাতীয় মুফাস্সির পরিষদের উদ্যোগে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে মানববন্ধন করতে গেলে অনুমতি না থাকায় পুলিশের বাঁধায় সেটি পন্ড হয়ে যায়। সোমবার (২৬ অক্টোবর) বেলা পৌনে ১২ টায় পরিষদের নেতৃবৃন্দ মানববন্ধনে দাঁড়ালে কিছুক্ষণ পর পুলিশ এসে বাঁধা দেয়। এসময় মানববন্ধনের জন্য অনুমতি না থাকায় পুলিশ তাদেরকে উঠে যাওয়ার অনুরোধ করেন। পরে তারা ব্যানার গুটিয়ে চলে যান।

পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে মুফাস্সির পরিষদের খুলনা মহানগরী সভাপতি অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি আলেমেদ্বীন মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বেলালী। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সভাপতি অধ্যাপক মাওলানা তৈয়েবুর রহমান ও বিভাগীয় সেক্রেটারী মাওলানা গোলজার হোসাইন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান জিহাদী, মোল্লা হুসাইন বিন আমজাদ, মাওলানা গাজী আজিজুল ইসলাম, হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইন ইউসুফী, মাওলানা মুহাঃ এনায়েত উল্যাহ শেখ, মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ মাওলানা মহসিন উদ্দীন, মাওলানা খায়রুল ইসলাম নোমানী, হাফেজ মাওলানা ফিরোজ হুসাইন, মাওলানা আনিসুজ্জামান, মাওলানা নূর সাঈদ জালালী, অধ্যাপক মাওলানা জাফর সাদিক, মাওলানা ইব্রাহীম খলিল প্রমূখ।

এর আগে সকাল ১০ টায় খুলনা তালীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদরাসায় পবিত্র সিরাতুন্নবী (সঃ) ১৪৪২ হিজরী উদযাপন উপলক্ষ্যে “নারীর অধিকার ও সম্মান প্রতিষ্ঠায় মহানবী হয়রত মুহাম্মদ সঃ এর ভূমিকা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

খুলনা গেজেট/এমবিএইচ/এনএম/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!