বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন, ৭১’ টিভি ও ডিবিসি নিউজে ইসলাম নিয়ে কটাক্ষ করার প্রতিবাদে আগামী শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর ডাকবাংলো চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে জেলা ইমাম পরিষদ। ফ্রান্সের সকল পন্য বর্জনে আগামী জুম্মার আলোচনায় মুসল্লিদের উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় নির্দেশনা দিতে ইমামদের প্রতি আহবান জানানো হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) নগরীর ডাকবাংলা জামে মসজিদে মাওলানা রফিকুর রহমানের সভাপতিত্বে মাওলানা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
খুলনার সকল ইমাম, মুয়াজ্জিন, খাদিম-মুসল্লিসহ সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদী জনতাকে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে শরীক থেকে নবী (সাঃ) প্রেমের উজ্জল দৃষ্টান্ত স্থাপনের আহবান জানিয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা রহমতুল্লাহ্, আ খ ম যাকারিয়া, আছাদুল্লাহ্, সহ-সম্পাদক এএফএম নাজমুস সউদ, মুফতী জিহাদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আবু কালাম আযাদ, ইমাম মুয়াজ্জিন কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা কারামত আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল আজম, প্রচার সম্পাদক মোল্যা মিরাজুল হক, দপ্তর সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, রূপসা থানা সভাপতি মাওলানা হেকমত আলী, সদর থানার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মুশফিকুর রহমান, মাওলানা মাসুম বিল্লাহ্, মাওলানা এএসএম জাফর সাদিক, ফরিদ উদ্দীন, আলী আহমদ, মহসীন উদ্দিন, আব্দুল্লাহ্ আল মামুন, সেলিম রেজা, মাশহুদুর রহমান, ফয়সাল আহমেদ, অজিহুর রহমান, শিকদার আবুল বাশার, রবিউল ইসলাম রাফে, নূর সাঈদ জালালী, শহিদুল ইসলাম, শাহাদাত হুসাইন ও মাওলানা আবুল হাসান হামিদী। আজ সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
খুলনা গেজেট/এআইএন