খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫
  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১

ফোনের স্ক্রিনে ২৮ দিন টিকে থাকে করোনা

আন্তর্জাতিক ডেস্ক

টাকা, মোবাইল ফোনের স্ক্রিন এবং স্টেইনলেস স্টিলে ২৮ দিন পর্যন্ত সক্রিয় থাকে কোভিড-১৯। রবিবার (১১ অক্টোবর) এ তথ্য প্রকাশ করে অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সি।

ল্যাবরোটারির অন্ধকারাচ্ছন্ন ইউভি লাইটের নীচে করা হয় পরীক্ষাটি। তাতে বলা হয়, বাস্তব জীবনে আরও ঝুঁকিপূর্ণ নিত্য-ব্যবহার্য পণ্যের গায়ে লেগে থাকা ভাইরাসটি। শুধু হাঁচি-কাশি বা অসুস্থ ব্যক্তির কথার মাধ্যমে নয় বরং বাতাসে ভাসমান কণাতেও সংক্রমিত হতে পারেন অন্যান্যরা।

এরআগের গবেষণায় বলা হয়েছিলো, ব্যাংক নোট ও কাঁচে তিনদিন এবং প্লাস্টিক ও স্টেইনলেস স্টিলে এক সপ্তাহের মতো সক্রিয় থাকতে পারে কোভিড-১৯।

গবেষকরা বলছেন, পোশাক নিয়মিত ধোয়ার কারণে সবচেয়ে কমসময় করোনাভাইরাস জীবিত থাকে কাপড়ে। নতুন গবেষণার ফলাফলে জনমনে আতঙ্ক ছড়াতে পারে- এমন ইঙ্গিত দিয়েছেন গবেষকরা।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!