ফেসবুকে প্রেম, এরপর ভিডিও কলে পর্নো ভিডিও তৈরি করে চাঁদা দাবি। এ অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন জর্ডান প্রবাসী এক নারী। মামলায় আসামি করা হয়েছে, সৌদি প্রবাসী যুবক সাইদুর রহমানকে। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ভেওলা গ্রামের জাকির হোসেনের ছেলে। বাদী যশোরের বাঘারপাড়া উপজেলার পাকেরআলী গ্রামের বাসিন্দা।
মামলায় বাদী বলেছেন, প্রায় আড়াই বছর আগে ফেসবুকের মাধ্যমে সাইদুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। এসময় সাইদুর নিজেকে সৌদি আরবে কর্মরত প্রবাসী হিসেবে পরিচয় দেন। পরিচয়ের পর তাদের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগ শুরু হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২০২২ সালের ১ অক্টোবর জর্ডানে অবস্থানকালে সাইদুর ভিডিও কলে অনৈতিকভাবে তার শরীরের বিভিন্ন অংশ দেখতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। পরে বিয়ের আশ্বাস দিলে তারা কথা বলতে থাকেন। এসময় সাইদুর গোপনে ভিডিওকলের আপত্তিকর দৃশ্য ধারণ করেন। পরে তিনি ভিডিও দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে হুমকি দেন। এ টাকা না দিলে ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে এবং আত্মীয়দের কাছে ছড়িয়ে দেবেন বলে জানান। এ ভয়ে ওই নারী প্রথম দফায় জর্ডান থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পাঠান। এরপর সাইদুর পুণরায় সমপরিমাণ টাকা দাবি করেন। ওই টাকা না পেয়ে তিনি মহিলার কর্মস্থলের সহকর্মীদের কাছে আপত্তিকর ভিডিও পাঠিয়ে দেন। এতে সামাজিকভাবে তার সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় গত ১৬ জুন তিনি দেশে ফিরে আসেন। এরপর ১৮ জুন টাকা দিতে যশোর শহরের পৌরপার্কে সাইদুরের সঙ্গে দেখা করতে যান। সাইদুর তখন আরও দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দাবি করেন। এসময় তাকে এক লাখ আশি হাজার টাকা প্রদান করলে তিনি ছবি ও ভিডিও ডিলিট করার অনুরোধ করেন। কিন্তু পরে আবারও সাইদুর আড়াই লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা না দিলে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিও ও ছবি ছেড়ে দেওয়ার হুমকি দেন। বাধ্য হয়ে গত ২৩ জুন যশোর আদালতে মামলা করেন ওই নারী।
আদালত মামলাটি কোতোয়ালি থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। শুক্রবার মামলাটি কোতোয়ালি থানায় রেকর্ড করা হয়।
খুলনা গেজেট/এএজে