নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ি গেট রেলক্রসিং-এ ওভারপাস নির্মাণের উদ্যোগ নিয়েছে কেডিএ। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে তিন শ’ কোটি টাকা।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ‘ফুলবাড়িগেট রেল ক্রসিং ওভারপাস নির্মাণ প্রকল্প’ নামে একটি প্রস্তাবনা সাম্প্রতি পূর্ত মন্ত্রণালয়ে পাঠিয়েছে। খুব দ্রুতই প্রকল্পটি আলোর মুখ দেখবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রজেক্ট ডাইরেক্টর ও কেডিএ’র নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মোঃ আরমান হোসেন।
তিনি খুলনা গেজেটকে বলেন, “ঝামেলামুক্ত ও দুর্ঘটনা এড়িয়ে স্বস্ব লাইন অনুযায়ী চলাচলের জন্য ফুলবাড়িগেট রেল ক্রসিং-এ ওভারপাস নির্মাণের প্রয়োজনীয়তা অপরিহার্য। ফুলবাড়িগেট রেল ক্রসিং এ প্রায়শই দুর্ঘটনা ঘটে। ২৪ ঘন্টায় সিডিউল অনুযায়ী এ স্থান দিয়ে যতবার ট্রেন চলাচল করে ততবার খুলনা-যশোর রোড বন্ধ থাকার ফলে যানজটের সৃষ্টি হয়। মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ সময়ের অপচয় হয়।
তিনি বলেন, প্রতিষ্ঠিত কনসালট্যান্ট ফার্ম দিয়ে ইতিমধ্যে প্রকল্পের ফিজিবিলিটি স্ট্যাডি করা হয়েছে। কনসালট্যান্ট ফার্মের বিশেষজ্ঞরাও ফুলবাড়িগেট রেল ক্রসিং-এ ওভারপাস নির্মাণের প্রয়োজনীতার স্বপক্ষে তাঁদের মতামত ব্যক্ত করেছেন। রেল ক্রসিং এর উত্তর, দক্ষিণ এবং কুয়েট রোডের দিকে আধা কিলোমিটার এবং এক কিলোমিটার সাইড উইংসহ মোট দেড় কিলোমিটার জুড়ে ওভারপাসটি নির্মিত হবে।
ইতিমধ্যে প্রকল্পটির প্রস্তাবনা পূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পূর্ত মন্ত্রণালয় থেকে প্রকল্পটি অনুমোদনের পর পরিকল্পনা মন্ত্রণালয়ে যাবে। এখান থেকে আনুষ্ঠানিকতা সম্পন্নের পর একনেকে অনুমোদন পেলে দীর্ঘ প্রত্যাশিত ‘ফুলবাড়িগেট রেল ক্রসিং ওভারপাস নির্মাণ প্রকল্প’র কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
খুলনা গেজেট/এএ