ফুলতলা বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান চায়না দোয়াড়ী ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে ফুলতলা বাজারে এ অভিযান চালানো হয়। এ সময়ে প্রায় ৮ লাখ টাকার জাল উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা বাজারের জাল ব্যবসায়ী রমজান হোসেন এবং মোশারফ হোসেন মোল্যার দোকান ও গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমান নিষিদ্ধ চায়না দোয়াড়ী এবং কারেন্ট জাল জব্দ করা হয়। আনুমানিক ৮ লক্ষাধিক টাকা মূল্যের ওই জাল থানা চত্বরে এনে আগুন জ¦ালিয়ে বিনষ্ট করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ ইলিয়াস তালুকদার, থানার এসআই কামরুল হাসান, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবীন বসু, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, বণিক নেতা গাজী আবুল খায়ের, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুর রউফ ও সোহেল হোসেন প্রমুখ।
খুলনা গেজেট/এসজেড