খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

ফুলতলায় ৩২ টি পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় সম্পন্ন

ফুলতলা প্রতিনিধি

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা আসন্ন। এরই মধ্যে পূজামন্দিরগুলোর প্রতিমা তৈরির কাজ প্রায় সম্পন্ন। খুব শীঘ্রই রং এর কাজ শেষ হবে। এ বছর স্বাস্থবিধি মেনে শোভাযাত্রা, সমাবেশ ও প্রতি বছরের ন্যায় ভৈরব নদীতে নৌকার শোভাযাত্রা হবে না।

আগামী ২২ অক্টোবর ৬ষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ বছর উপজেলায় মোট ৩২টি পূজা মন্ডপ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দামোদর ইউনিয়নে ১৫টি হলো দামোদর সনাতন সংঘ (গাছতলা পূজা মন্দির), দামোদর বকশী বাড়ী পূজা মন্দির, দামোদর সাহা পাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ পূজা মন্দির, দামোদর পশ্চিম পাড়া ভৈরব পূজা মন্দির, দামোদর পশ্চিম পাড়া শীতলাতলা পূজা মন্দির, কিশোর ভ্রাতৃ সংঘ (বণিক কল্যাণ সোসাইটি) পূজা মন্দির, ফুলতলা বাজার জামিরা রোড পূজা মন্ডপ, উত্তর আলকা সার্বজনীন পূজা মন্দির, উত্তর আলকা কলেজ পাড়া পূজা মন্দির, আলকা দেবীদাস সার্বজনীন পূজা মন্দির, গোলদার পাড়া সার্বজনীন পূজা মন্দির, বানিয়াপুকুর-পঠিয়াবান্দা সার্বজনীন পূজা মন্দির, মুক্তিশ্বরী রাধাগোবিন্দ পূজা মন্দির, বসুরাবাদ সার্বজনীন হরি শীতলা পূজা মন্দির, আলকা কার্ত্তিকখোলা সার্বজনীন পূজা মন্দির, জামিরায় ৫টি হলো জামিরা বাজার মাতৃসেবা কেন্দ্রীয় পূজা মন্দির, জামিরা সেবায়েত পূজা মন্দির (সন্যাসী বাবুর বাড়ী), পঠিয়াবান্দা দক্ষিণ পাড়া সার্বজনীন পূজা মন্দির, ধোপাখোলা দাসপাড়া সার্বজনীন পূজা মন্দির, পিপরাইল দাসপাড়া সার্বজনীন দূর্গা মন্দির ও ফুলতলা ইউনিয়নে ১২টি মন্ডপ গুলো হলো ফুলতলা বাজার কেন্দ্রীয় দূর্গা মন্দির (গামছা চান্দিনা), তাজপুর পূজা মন্দির (কালাচাঁদ কুন্ডুর বাড়ী), পয়গ্রাম পলাশ সংঘ পূজা মন্দির, পয়গ্রাম পাল পাড়া সার্বজনীন পূজা মন্দির, দক্ষিণডিহি হরিতলা পূজা মন্দির, দক্ষিণডিহি নবীন স্মরসতী পূজা মন্দির, দক্ষিণডিহি বেলতলা পূজা মন্ডপ (ললিত কুন্ডুর বাড়ি), শীতের ঘাট সার্বজনীন পূজা মন্দির, মঠবাড়ী কালাচাঁদ পূজা মন্দির, উত্তরডিহি ফেরীঘাট সার্বজনীন পূজা মন্দির, শ্রী শ্রী কালীমাতা সার্বজনীন পূজা মন্দির (হাফরাস্তা), শীতেরঘাট মলোপাড়া পূজা মন্দির এ পূজা অনুষ্ঠিত হবে।

এদিকে পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলার সাধারণ সম্পাদক মৃনাল হাজরা বলেন, ফুলতলায় সর্বত্র আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ বছর স্বাস্থবিধি অনুসরণ করে সীমিত পরিসরে কোন শোভাযাত্রা ছাড়াই পূজা অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!