প্রেমে ব্যর্থ হয়ে হুমায়রা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনা ঘটে শুক্রবার দিবাগত রাতে ফুলতলার দক্ষিণডিহি এলাকায়। সে ঐ এলাকার নুরুল হকের কন্যা ও ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।
এসআই মধুসূধন পান্ডে বলেন, শুক্রবার রাতে পরিবারের সবার সাথে রাতের খাবার খেয়ে হুমায়রা তার রুমে যায়। শনিবার সকালে ঘুম থেকে না উঠায় জ্বানালা দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রেমে ব্যর্থ হয়ে কিশোরী হুমায়রা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের ধারণা।
খুলনা গেজেট/কেএম