শপথ গ্রহণের আগেই নবনির্বাচিত ইউপি সদস্য নূর ইসলাম (৪০) শ্রীঘরে। তিনি ফুলতলার দামোদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদ্য সমাপ্ত নির্বাচনে ইউপি সদস্য ও কলোনী পাড়ার মৃতঃ মোজাম তালুকদার ওরফে মোজাম কবিরাজের পুত্র।
পুলিশ জানায়, আটককৃত নূর ইসলাম চেক ডিসঅনার মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী। বুধবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে আটক করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রসঙ্গতঃ গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। আগামী সপ্তাহে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের পূর্বে নূর ইসলামের জায়গা হলো শ্রীঘরে।
খুলনা গেজেট/এনএম