কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাসের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা ফুলতলা ও জামিরা বাজার নজরদারি করে।
এ সময় বিধি ভঙ্গ করে দোকান খোলা রেখে খাবার পরিবেশনে ফুলতলা বাজারের ঘোষ ডেয়ারীর মালিক অসীত ঘোষকে ২ হাজার, লাইসেন্স নবায়ণ না থাকায় মেসার্স চুলা ঘরের মালিক মোঃ আরিফুল ইসলাম ডলারকে ২ হাজার এবং অহেতুক ঘোরাঘুরি করায় মটরসাইকেল চালক সোহেলকে ২শ’ টাকা, মাস্ক ব্যবহার না করায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আঃ গনি গাজীকে ৫শ’ টাকা ও মহাসিনকে ২শ’ টাকা এবং গাড়াখোলা মাছ বাজারের চায়ের দোকানদার আনিসকে ১ হাজার, জামিরা বাজারের রাসেলকে ২ হাজার এবং শরিফুল ইসলামকে ২শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
খুলনা গেজেট/ টি আই