ফুলতলায় অ্যান্ড্রয়েড ফোন কিনে না দেওয়ায় আত্মহত্যা করেছে ৭ম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্র। পিতা-মাতার ওপর অভিমান করে স্কুল ছাত্র রাকিব সরদার (১৪) কীটনাশক পান করে আত্মহত্যা করে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফুলতলার পিপরাইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের হালিম সরদারের ছেলে ও জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ছাত্র।
এলাকাবাসী জানায়, রাকিব অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেয়ার জন্য বাড়িতে বাবা-মাকে চাপ দিতে থাকে। কিন্তু তার ক্ষুদ্র মুদি দোকানী বাবা হালিম সরদার মোবাইল কিনে দিতে না পারায় দুপুরে অভিমানে নিজ বাড়িতে কীটনাশক পান করে।
রাকিবকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।