ফুলতলার শিকিরহাট কেওড়াতলা সার্বজনীন কালি মন্দিরের কালি মূর্তির শরীর বিভিন্ন অঙ্গ থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা মূল্যবান স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। চুরিকৃত স্বর্ণালংকারের পরিমান অন্ততঃ আড়াই ভরি এবং বর্তমান বাজার মূল্য প্রায় পৌনে ২ লাখ টাকা বলে মন্দির কমিটির সভাপতি দিপ্তী দত্ত’র দাবি।
শিকিরহাট কেওড়াতলা সার্বজনীন কালি মন্দিরের পুরোহিত উদয় চক্রবর্তী বলেন, অন্যান্যদিনের মতো গতকাল বুধবার দুপুরের দিকে তিনি নিত্য পূজার জন্য মন্দিরে ডুকে কালি প্রতিমার শরীরের বাসন এলোমেলো দেখতে পান। পরে খেয়াল করে দেখেন প্রতিমার কপালের টিকলি, গলার নেকলেস, কানের দুল ও নাকের নোলকসহ স্বর্ণালংকার চুরি গেছে। পরে তিনি মন্দির কমিটিকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
খুলনা গেজেট/কেএম