খুলনা, বাংলাদেশ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন সংবিধান প্রণয়ন হওয়া পর‌্যন্ত ৭২’র সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে, ছোট আইন করেও বড় পরিবর্তন সম্ভব : আসিফ নজরুল
  রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে গেজেট প্রকাশ
  এ মাসের শেষে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে : আবহাওয়া অফিস

ফুলতলায় বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

ফুলতলায় বিদ্যুতায়িত হয়ে সকরা (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৯টায় উপজেলার জামিরা ইউনিয়নের পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের দিনমজুর হাবিবুর রহমান আকুঞ্জীর স্ত্রী।

পারিবারিক সুত্রে জানা যায়, বিদ্যুৎ না থাকায় মেইন সুইচ বন্ধ না করে বৈদ্যুতিক লাইট লাগাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে বিদ্যুৎ আসলে বিদ্যুতায়িত হন তিনি । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফুলতলা থানার পুলিশ গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরে জেলা প্রশাসকের অনুমতিক্রমে বিনা ময়না তদন্তে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

এ ব্যাপারে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!