তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ যুবক আহত হলে তাদেরকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ফুলতলা এম এম কলেজ এলাকায়। এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ হাবিবুর রহমান (২০) নামে এক যুবককে আটক করে বুধবার জেল হাজতে প্রেরণ করে।
পুলিশ জানায়, আলকা গ্রামের তানভীর শেখ ও আজিমসহ কয়েক বন্ধু ১০/১২ দিন আগে ফুলতলার শিকিরহাট এলাকায় ঘুরতে যায়। এ সময় দক্ষিণডিহি এলাকার মোজাফ্ফর শেখের পুত্র হাবিবুর রহমান ও হাসান আলীর পুত্র তানভীর এর সাথে তারা তর্কে জড়িয়ে পড়ে। এ ঘটনার জের তারা সঙ্গবদ্ধ হয়ে তানভীর শেখ, আজিম ও অতনুকে ছুরিকাঘাত করে। এতে তানভীর, আজিম ও অতনু গুরুতর আহত হয়। পরে তাদেরকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে তানভীর শেখের পিতা আজিজুল শেখ বাদি হয়ে ফুলতলা থানায় ২জনকে আসামী করে মামলা দায়ের করেন।